‘প্রবাসী কণ্ঠ’ শ্রমজীবী প্রবাসীসহ সকল প্রবাসী বাংলাদেশীদের মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করছে। এর সাথে জড়িয়ে আছে বহু ত্যাগ তিতিক্ষার ইতিকথা । ঠিক তেমনি প্রবাসী কণ্ঠ ব্যথাতুর জননীর প্রসব বেদনার পর ভূমিষ্ঠ সন্তানের নিষ্পাপ মুখটি দেখে সমস্ত ব্যথা-বেদনা ভুলে যাওয়ার মতো এর প্রকাশকালীন সমস্ত প্রতিকুলতাকে কাটিয়ে একটি নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, নির্ভীক তূর্যবাদক হিসেবে টিকে থাকার প্রত্যয়ে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একটি মাধ্যমের নাম ।